![চটপট তৈরি করুন ‘চিজ-গার্লিক ব্রেড’ (রেসিপি)](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/12/chese-garlic-bred_134913.jpg)
ঢাকা, ১২ এপ্রিল, এবিনিউজ : প্রতিদিন নিত্য নতুন খাবারের বায়না৷ এ সমস্যা শুধু আপনার বাড়ির নয়৷ প্রায় প্রতিটি বাড়িতেই আট থেকে আশি সকলেরই বায়না শুরু হয় সকাল থেকে, কি খাই কি খাই৷ আর সে খাবার যে সে হলে হবে না৷ তা যেমন হতে হবে সহজপাচ্য, তেমনই তাতে থাকবে আধুনিকতার ছোঁয়া৷ পাশাপাশি চটজলদিও তৈরি করে ফেলতে হবে৷
কিন্তু সংসারের হাজারো কাজ সামলে কি করে তৈরি করবেন সে খাবার? আপনাকে সাহায্য করবে এই রেসিপিটি৷ সপ্তাহে প্রতিদিন না হলেও, দু-দিন অনায়াসে এই রেসিপিতেই আপনি বাজিমাৎ করে ফেলতে পারবেন৷ আজকের রেসিপি চিজ-গার্লিক ব্রেড-
কি কি লাগবে:
বড় চৌকো ব্রেড – ৬ পিস
চিজ – ১/২ কাপ
বাটার– ২৫ গ্রাম
পার্শলে কুচি – ১ টেবিল চামচ
বাটা রসুন – ১ টেবিল চামচ
কাঁচা মরিচ কুচি – ১ চামচ
কিভাবে তৈরি করবেন?
একটা পাত্রে ব্রেড বাদ দিয়ে বাকি সব উপকরণ নিয়ে ভালো করে ফাটিয়ে নিন৷
এবার ব্রেডের ওপর ভালো করে চিজ দিন৷
২০০ ডিগ্রীতে আভেনে ৫ মিনিট প্রি হিট করে চিজ মাখানো ব্রেড আভেনে দিয়ে দিন৷ ৮ মিনিট বেক করুন৷
ব্যস রেডি আপনার চিজ-গার্লিক ব্রেড৷ এবার পরিবেশন করুন গরম গরম৷
এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি