বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

আমরা এতটাই অকৃতজ্ঞ আর অপদার্থ জাতি যে দেশরত্ন শেখ হাসিনাকে...

আমরা এতটাই অকৃতজ্ঞ আর অপদার্থ জাতি যে দেশরত্ন শেখ হাসিনাকে...

আমরা এতটাই অকৃতজ্ঞ আর অপদার্থ জাতি যে দেশরত্ন শেখ হাসিনাকে কখনোই বিন্দুমাত্র ধন্যবাদ বা তার প্রতি কৃতজ্ঞতা জানাইনি

#উনি ৬৮ বছরের ছিটমহল সমস্যার সমাধান করলেন, আমরা তাকে ধন্যবাদ দিলাম না। বলতে থাকলাম উনি ভারতের কাছে দেশটা বেঁচে দিলেন।

#দুটি সীমান্ত দেশের সাথে সমুদ্রসীমা মামলায় জয়লাভ করলেন, আমরা বলতে থাকলাম এগুলোতে ওনার অবদান নাই।

#পদ্মাসেতু বাস্তবায়ন শুরু হল ষড়যন্ত্র উপেক্ষা করে। তবুও অনেকে ট্রল করে

#১ম থেকে ১০ম শ্রেনী পর্যন্ত বিনামূল্যে বই দিচ্ছেন, আমরা বলতে থাকলাম এগুলো কিচ্ছু না...

#নিজ অর্থায়নে পদ্মাসেতুর ব্যবস্থা করলেন, আমরা বলতে লাগলাম, এগুলোতো হতই একদিন।

#আগামি মাসেই বাংলাদেশের নিজস্ব বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে নিজের স্থান করে নিবে, আমরা বলছি এর কি দরকার ছিল।

#নিশ্চিত মৃত্যুর হাত থেকে কোনোরকমে জীবন নিয়ে পালিয়ে আসা লক্ষ মানুষকে আশ্রয়দিয়ে তাদের জীবন রক্ষা করলেন আর আমরা বললাম দেশটা শেষ !!

#সরকারি চাকুরিজীবীদের বেতন একবারে দ্বিগুন করে দিলেন, আমরা বললাম এ আর কী এমন করলেন!

#কোটামুক্ত বাংলাদেশ দিলেন, আমরা বলতে থাকলাম এগুলো নতুন ষড়যন্ত্র।

আমরা বলছি কোটা সংস্কার চাই, বাতিল না। সংস্কার করলে কি হত? ক্ষুদ্র নৃগোষ্ঠী , প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধাদের জন্য কিছু কোটা থাকত। প্রধানমন্ত্রী সুস্পষ্ট ভাবে বলেছেন ক্ষুদ্র নৃগোষ্ঠী , প্রতিবন্ধীদের জন্য অন্য ব্যবস্থা করবেন। মন্ত্রীপরিষদ সচিবকে এ ব্যাপারে বলেছেন ইতোমধ্যে।

যেহেতু উনি জাতির পিতার কন্যা, মুক্তিযোদ্ধাদের জন্য তিনি অন্য ব্যবস্থা করবেন, এটা নিশ্চিত।

তাহলে বাতিল হলে ক্ষতি কি ??

এরকম শতশত মাইলফলক তার হাত ধরেই এই ভূখন্ডে স্থাপিত হয়েছে।

অথচ আমরা?????? ?

মনে রাখবেন এদেশে প্রধানমন্ত্রী বহু আসবে কিন্তু দেশরত্ন শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা একজনই

#মাননীয়_প্রধানমন্ত্রীকে_ধন্যবাদ_অশেষ_কৃতজ্ঞতা

(Collected)

সাদিক খান’র স্ট্যাটাস থেকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত