![বাংলা নববর্ষে গুগলের ডুডল](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/14/google_135072.jpg)
ঢাকা, ১৪ এপ্রিল, এবিনিউজ : বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। এ চিরায়ত উৎসব আয়োজনের কোনো কমতি নেই আমাদের। ঐতিহ্যবাহী এ উৎসব উদযাপনে কিন্তু পিছিয়ে নিই সার্চ ইঞ্জিন গুগলও।
হাতির নকশা আর মঙ্গল শোভাযাত্রার প্রতীকী ছবি দিয়ে সাজানো হয়েছে গুগল ডুডলকে। গুগলের হোমপেজেই রয়েছে লোগোটি।
বাংলা নববর্ষ উপলক্ষে সার্চ জায়ান্ট গুগল বিশেষ এই ডুডলে তুলে ধরেছে একটি হাতির নকশা, সেই সঙ্গে দুই পাশে মঙ্গল শোভাযাত্রার প্রতীকী ছবি।
বিশেষ দিনে বিভিন্ন দেশের জন্য হোমপেইজে আলাদা ডুডল দিয়ে থাকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই সার্চ ইঞ্জিন। ডুডল হলো বিশেষ নকশা বা চিত্রের মধ্য দিয়ে কোনো বিষয় ফুটিয়ে তোলা। ডুডল ব্যবহারের মাধ্যমে এর উপলক্ষ সম্পর্কে সবাইকে জানানো হয়।
১৯৯৮ সাল থেকে বিভিন্ন দেশের জাতীয় দিবস বা বিশ্বব্যাপী পালিত আন্তর্জাতিক দিবসগুলোতে হোমপেজে এ পরিবর্তন আনে গুগল। বাংলাদেশের এ বছরের স্বাধীনতা দিবসটিতেও তার লোগোতে লাল-সবুজের জাতীয় পতাকা দিয়ে সাজিয়ে উদযাপন করেছিল গুগল।
এবিএন/সাদিক/জসিম