![টুইটারে পিস্তল ইমোজির বদলে যুক্ত হলো ‘ওয়াটার গান’](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/14/twemoji_135082.jpg)
ঢাকা, ১৪ এপ্রিল, এবিনিউজ : অস্ত্র ব্যবহারের রীতি নিয়ন্ত্রণের লড়াইয়ে মাইক্রোব্লগিং সাইট টুইটারের প্ল্যাটফর্মে ‘পিস্তল’–এর জায়গায় ‘ওয়াটার গান’ ইমোজি যুক্ত হয়েছে। সর্বশেষ টুইমোজি ২.৬ আপডেটের অংশ হিসেবে এই বদল আনা হয়েছে। এর সঙ্গে মোট ১০টি ইমোজি পরিবর্তন করেছে টুইটার।
এক ব্লগ পোস্টে টুইটারের পক্ষ থেকে বলা হয়েছে, নিশ্চিতভাবেই মনে হচ্ছে বাস্তব বন্দুকের মতো দেখতে ইমোজিগুলোর দিন শেষ হয়েছে। ২০১৬ সালে প্রথমবার ইমোজিতে এমন পরিবর্তন এনেছিল মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। এরপর ফেইসবুক অধীনস্থ সংকেতায়িত মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ আর দক্ষিণ কোরীয় প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং এই পদক্ষেপ নেয়। সাম্প্রতিক সময়ে বন্দুক ব্যবহার করে যুক্তরাষ্ট্রে হওয়া কিছু সহিংসতার কারণে নতুন এই পদক্ষেপ নিয়েছে টুইটার।
পিস্তল থেকে ওয়াটার গান ছাড়াও বদলানো ইমোজিগুলো হচ্ছে– কিচেন নাইফ (রান্নাঘরে ব্যবহৃত ছুরি), ক্রিস্টাল বল, অ্যালেম্বিক, ম্যাগনেফাইং গ্লাস (আতশ কাচ), কোট, আইজ (ছোট) আর স্মাইলিং ফেইস উইথ আইজ অ্যান্ড হর্নস (চোখ আর শিংসহ হাসিমুখ)। বর্তমানে শুধু আইওএস–এ এই আপডেট এসেছে, শীঘ্রই অ্যান্ড্রয়েডেও এই আপডেট আনা হবে বলে ধারণা করা হচ্ছে।
এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি