![বাজিতপুরের কৃষক হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/15/adalot_abnews_135343.jpg)
কিশোরগঞ্জ, ১৫ এপ্রিল, এবিনিউজ : কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার কৃষক নাজনু মিয়া হত্যা মামলার রায়ে তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদ- দিয়েছেন আদালত। রায়ে যাবজ্জীবন কারাদ-ের পাশাপাশি প্রত্যেক আসামীকে দশ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো দুই বছর কারাদ- দেওয়া হয়েছে।
আজ রবিবার দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহমান এ রায় প্রদান করেন বলে জানা গেছে।
সাজাপ্রাপ্ত আসামীরা হলেন সেলিম মিয়া, আঙ্গুর মিয়া ও জমশেদ মিয়া। অপর আসামী জোছনা বেগমকে খালাস দেয়া হয়েছে। এছাড়া মামলার প্রধান আসামী ও মুল অভিযুক্ত ফুদুর আলী ওরফে রিপন বিচার চলাকালীন সময়ে ২০১৬ সালের ১৬ সেপ্টেম্বর পুলিশের সাথে ক্রস ফায়ারে নিহত হয়। রায় ঘোষণার সময় আসামীদের সকলেই এজলাশে উপস্থিত ছিলেন। আসামীরা জেলার বাজিতপুর উপজেলার দড়ি ঘাগটিয়া গ্রামের বাসিন্দা।
মামলার এজহার সূত্রে জানা যায়, কৃষক নাজনু মিয়ার সাথে দন্ডপ্রাপ্ত আসামীদের জমি-জমা নিয়ে পূর্ব থেকে বিরোধ ছিল। ২০১২ সালের ১৮ এপ্রিল আসামী ফুদুর আলী ওরফে রিপন মোবাইল ফোনে নাজনু মিয়াকে ডেকে নিয়ে যায়। পরদিন সকালে আসামী আঙ্গুর মিয়ার বাড়ির কাছে গলাকাটা অবস্থায় নাজনু মিয়ার লাশ পাওয়া যায়।
এ ব্যাপারে নাজনু মিয়ার স্ত্রী আনোয়ারা খাতুন বাদী হয়ে পাঁচজনকে আসামী করে বাজিতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এবিএন/শাফায়েতুল ইসলাম/জসিম/এমসি