![আমাদের জাতিগত বিভক্তিটা স্পষ্ট...](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/16/khokon_135442.jpg)
আমাদের জাতিগত বিভক্তিটা স্পষ্ট।
একটি মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের পক্ষের শক্তি। যারা লাল সবুজের পতাকায় বিশ্বাস করেন।
আরেকটি স্বাধীনতা বিরোধী ও বাংলাদেশের বিপক্ষের শক্তি। এখনো যারা দেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি।
এর বাইরে আরেকটি শক্ত শক্তি আছে। যাদের আওয়াজ খুব বেশি। দেশ-বিদেশ থেকে সহায়তা পায়। বিদেশী ও এনজিওদের দালাল চক্র। যেইভাবে নির্দেশনা আসে তিনারা সেই ভাবে চলেন।
আশরাফুল আলম খোকন’র স্ট্যাটাস থেকে