![পানিতে স্মার্টফোন পড়ে গেলে করণীয়](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/16/water-&-smartphone_135450.jpg)
ঢাকা, ১৬ এপ্রিল, এবিনিউজ : হঠাৎ বৃষ্টি এসে ভিজিয়ে দিল আপানাকে। সেই সঙ্গে হাতে থাকা দামি স্মার্টফোনটিও পানিতে ভিজে গেলো। আবার বাসা বাড়িতে কোনো কিছু করতে গিয়ে হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে ফোনটি পানিতে পড়ে গেলো। এরকম পরিস্থিতিতে পড়লে কী করবেন তা অনেকেই বুঝতে পারেন না। ফোন পানিতে পড়ে ভিজে গেলে কী করবেন তা জেনে নিন–
১.পানি থেকে চটজলদি স্মার্টফোনটি তুলে প্রথমে ব্যাটারি, সিম কার্ড খুলে ফেলুন।
২. ব্যাটারিটি শুকনো তোয়ালে দিয়ে ভালো করে মুছে ফেলুন। সিম কার্ড এবং স্মার্টফোনটিকে সযত্নে মুছে নিন।
৩. এরপর একটি বাতাসমুক্ত পাত্রে শুকনো চাল নিন। সেই চালের ভিতর প্রায় দশ–বারো ঘণ্টা রেখে দিন স্মার্টফোন ও ব্যাটারিটিকে। অথবা রোদেও ভালো করে শুকিয়ে নিতে পারেন। তা যদি সম্ভব না হয় একশো পাওয়ারের একটি বাল্ব জ্বালিয়ে স্মার্টফোন ও ব্যাটারিকে হিট দেন ভালো করে।
৪. তুলা দিয়ে স্পিকার, ক্যামেরা, টাচ স্ক্রিন ভালো করে মুছে নিন। এরপর অন করে দেখুন স্মার্টফোনের জ্ঞান ফিরল কিনা।
৫. স্মার্টফোন ভেজা অবস্থায় কখনোই অন করবেন না। যদি এসবেও কাজ না হয় তাহলে মোবাইল ইঞ্জিনিয়ারের শরণাপন্ন হোন।
এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি