![...রাষ্ট্রের চারপাশে দ্বিচারিতার চর্চা মারাত্মক পর্যায়ে](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/17/hasan-shantonu_135631.jpg)
দর্শকনন্দিত নায়িকা শাবানাই বাঙালি মুসলমান সমাজের 'শ্রেষ্ঠ অভিনেত্রী'। যে কাজের জন্য বেশ কয়েক বছর আগে তিনি তওবা করেছেন, সেই কাজের স্বীকৃতি হিসেবে গত বছর সরকারের কাছ থেকে 'আজীবন সম্মাননা'ও নিয়েছেন।
সিনেমা ছেড়ে শাবানা এখন ব্যক্তিগত জীবনে ধর্মপরায়ণা। ধর্মের বিষয়ে তাঁর নতুন উপলব্ধির প্রতি আমাদের শ্রদ্ধা। প্রশ্নটা, দ্বিচারিতার। যে কাজের জন্য তওবা করতে হয়, সেই কাজের স্বীকৃতির পুরস্কার নেয়ার সুযোগ ধর্মে নেই। সমাজ, রাষ্ট্রের চারপাশে দ্বিচারিতার চর্চা মারাত্মক পর্যায়ে।
হাসান শান্তনু’র স্ট্যাটাস থেকে