
ঢাকা, ১৭ এপ্রিল, এবিনিউজ : সম্প্রতি ‘ডেটা লিক’ বিতর্কে শিরোনামে এসেছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক। মার্কিন পার্লামেন্টে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে মার্ক জুকারবার্গকে। এবার আরও ভয়ঙ্কর তথ্য দিল ফেসবুক। ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে, ফেসবুকে অ্যাকাউন্ট থাকুক বা না থাকুক, ফেসবুকের হাতে অনায়াসে চলে যেতে পারে ডেটা।
একটি ব্লগ পোস্টে ফেসবুকের প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিরেক্টর ডেভিড বেসার লিখেছেন, ‘যদি এমন কোনও ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করেন, যা ফেসবুকের সঙ্গে যুক্ত, তাহলে সেই ব্যক্তির তথ্য চলে আসবে ফেসবুকের কাছে। কারণ ওই তৃতীয় অ্যাপ বা ওয়েবসাইট জানে না যে ওই ব্যক্তি ফেসবুক ব্যবহার করেন কিনা।
বেসার জানিয়েছেন, ওইসব অ্যাপ ফেসবুককে বিজ্ঞাপনের জন্য ব্যবহার করেন। তাই সেখান থেকে ডেটা চলে আসে ফেসবুকের ঘরে।
তবে কি ধরনের ডেটা যাচ্ছে ফেসবুকের কাছে? তারও ব্যাখ্যা দিয়েছেন ফেসবুকের ওই কর্তা। তিনি লিখেছেন, ‘যখন একটি ওয়েবসাইট ভিজিট করেন, তখন আপনার ব্রাউজার ওই ওয়েবসাইটের সার্ভারে একটি রিকোয়েস্ট পাঠায়। এরপর ব্রাউজার আপনার আইপি অ্যাড্রেস শেয়ার করে, যাতে জানা যায় যে ওই ওয়েবসাইটের কনটেন্ট কোথায় যাচ্ছে। ওয়েবসাইটও তখন আপনার ব্রাউজার এবং অপারেটিং সিস্টেম (অ্যান্ড্রয়েড, উইন্ডোজ) সম্পর্কে জানতে পারে। আগে ওই ওয়েবসাইট ভিজিট করেছেন কিনা, সেটাও জানা যায়। এর ফলে শপিং কার্টে আইটেম সেভ করতে সুবিধা হয়।’
বেসার আরও জানিয়েছেন, আপনার ব্যবহার করা ওয়েবসাইটটি ব্রাউজারকে দুটি জিনিস পাঠায়। প্রথমে কনটেন্ট পাঠায় ও ব্রাউজারকে অন্য কোম্পানি যারা ওই সাইটে কনটেন্ট দিচ্ছে তাদের রিকোয়েস্ট পাঠানোর নির্দেশ দেয়। তাই, কোনও ওয়েবসাইট যে তথ্য পায় সেই একই তথ্য পায় ফেসবুকও। কোন ওয়েবসাইট ব্যবহার করছেন, সেটা জেনে ফেসবুক বুঝে যায় যে ক ধরনের তথ্য আপনার প্রয়োজন।
এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি