![নাটোরে শিশু ধর্ষণের পর হত্যা: ২ জনকে ফাঁসির আদেশ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/18/adalot_135836.jpg)
নাটোর, ১৮ এপ্রিল, এবিনিউজ : নাটোরের নরডাঙ্গা উপজেলায় শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে দুইজনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। নাটোরের শিশু আদালতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. হাসানুজ্জামান আজ বুধবার এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন - নরডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর পশ্চিমপাড়ার মো. টিপুর ছেলে মোবারক হোসেন ওরফে কালু (২৩) ও একই উপজেলার কাসিয়াডাঙ্গা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মো. মিঠুন আলী (২৩)।
আদালতের সরকারি কৌঁসুলি কে এম শাহজাহান আলী মামলার নথির বরাতে বলেন, ইয়ারপুর সরকারির প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী মোসাম্মৎ মায়া ২০১৫ সালের ২৭ জুলাই স্কুল থেকে ফেরার পথে নিখোঁজ হয়। পরে এলাকার জঙ্গলে তার লাশ মেলে। ময়নাতদন্তে ধর্ষণের পর হত্যার আলামত মেলে।
ঘটনার দিন রাতেই শিশুটির বাবা জহুরুল ইসলাম মামলা করেন জানিয়ে কৌঁসুলি শাহজাহান বলেন, বিচারিক প্রক্রিয়া শেষে আদালত দুইজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছে।
এবিএন/মমিন/জসিম