![ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা কুতুব উদ্দিনের জামিন মঞ্জুর](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/19/kutub_135925.jpg)
ঢাকা, ১৯ এপ্রিল, এবিনিউজ : সরকারি প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দায়ের করা মামলায় ভূমি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা কুতুব উদ্দিন আহমেদের জামিন মঞ্জুর করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে কুতুব উদ্দিনের পক্ষে সাইদুর রহমান মানিকসহ কয়েকজন আইনজীবী জামিন শুনানি করেন। অপরদিকে দুদকের পক্ষে মাহমুদ হোসেন জাহাঙ্গীর জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন মঞ্জুরের আদেশ দেন বলে জানান দুদকের আদালতের ইন্সপেক্টর আশিকুর রহমান।
এর আগে, গত ৮ এপ্রিল দুপুরে রাজধানীর সেগুনবাগিচা থেকে কুতুব উদ্দিনকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে বিকেলে তাকে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
উল্লেখ্য, সরকারি কর্মকর্তা হওয়া সত্ত্বেও ভুয়া আমমোক্তারনামার মাধ্যমে গুলশানে ১০ কাঠার একটি প্লট তার শ্বশুরসহ কয়েকজনের নামে বরাদ্দ নেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে ৮ এপ্রিল মামলা দায়ের করা হয়। দুদকের উপপরিচালক মির্জা জাহিদুল আলম বাদী হয়ে গুলাশন মডেল থানায় তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
এবিএন/জনি/জসিম/জেডি