
ঢাকা, ১৯ এপ্রিল, এবিনিউজ : কাঁচা আমের শরবত গরমে কার না ভালো লাগে৷ তাই পাঠকদের জন্য থাকল কাঁচা আমের শরবতের রেসিপি৷
উপকরণ:
আম-১টা
পানি-আড়াই কাপ
চিনি-৫-৬ চামচ
লবন- পরিমাণ মত
বিট লবন-১ চামচ
গোল মরিচ-১ চামচ
বরফ
পদ্ধতি:
কাঁচা আম ছোট ছোট টুকরো করে কেটে ব্লেন্ডারে ভালো করে পেস্ট করুন৷ এরপর তাতে পানি এবং ওপরের উপকরণগুলি যোগ করে ফের ভালো করে মিশিয়ে নিন৷ এবার গ্লাসে ঢেলে বরফের টুকরো দিয়ে পরিবেশন করুন৷
এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি