রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo

গুগল প্লে স্টোরে অ্যামাজনের ব্রাউজার

গুগল প্লে স্টোরে অ্যামাজনের ব্রাউজার

ঢাকা, ১৯ এপ্রিল, এবিনিউজ : গত মার্চ মাসে নিজস্ব অ্যান্ড্রয়েড ব্রাউজার এনেছে অ্যামাজন। গুগল প্লে স্টোরে রয়েছে এই অ্যাপ। কিন্তু আনুষ্ঠানিকভাবে এর কোনো ঘোষণা দেয়নি প্রতিষ্ঠানটি।

ব্রাউজারটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে কম স্টোরেজ ও ডেটা খরচ করে। আপাতত শুধু ভারতের গ্রাহকের জন্যই ব্রাউজারটি উন্মুক্ত করেছে মার্কিন ই–কমার্স জায়ান্ট প্রতিষ্ঠানটি, বলা হয়েছে প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদনে। অ্যামাজনের নতুন এই ব্রাউজারের নাম দেওয়া হয়েছে ‘ইন্টারনেট’। অ্যান্ড্রয়েড সংস্করণ ৫.০ এবং তার চেয়ে ওপরের সংস্করণগুলোতে চলবে ব্রাউজারটি।

ব্যক্তিগত ট্যাব সমর্থন করবে নতুন ‘ইন্টারনেট’ ব্রাউজার। কোনো ব্রাউজিং হিস্ট্রি মজুদ করবে না এটি। আর হোমপেইজে ক্রিকেট এবং অন্যান্য খবরের শিরোনাম দেখানো হবে বলে জানানো হয়েছে। ফেইসবুক লাইট, ইউটিউব গো বা জিমেইল গো–এর মতো কম ডেটা খরচ করে ‘ইন্টারনেট’। মূল অ্যাপের পাশাপাশি এটির হালকা সংস্করণ উন্মোচন করে প্রতিষ্ঠানগুলো। মূল অ্যাপের মতো মৌলিক ফিচারগুলো থাকে হালকা সংস্করণে। স্টোরেজও কম নেয় এগুলো। আর দুর্বল নেটওয়ার্কে যাতে ভালোভাবে কাজ করে সেভাবেই নকশা করা হয় অ্যাপগুলো। অ্যামাজন প্রথমে হালকা অ্যাপটিই উন্মোচন করলো।

এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত