![ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে গণরুম এবং রোহিঙ্গা...](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/20/akbar-hossain_136043.jpg)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে গণরুম এবং রোহিঙ্গা Camp-এর মধ্যে আমি খুব একটা তফাত দেখিনা। গণরুমের চিত্র দেখলে আপনারা অনেকেই বলবেন - আমাদের সর্বোচ্চ বিদ্যাপীঠের এই অবস্থা? রোহিঙ্গা Camp একদিক থেকে এগিয়ে আছে। সেখানে বিনামূল্যে খাবার পাওয়া যায়। রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহানুভূতি আছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কোন নূন্যতম দরদ দেখি না। আমি যখন বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছিলাম তখন আবাসিক হলগুলোকে কারাগার বলে মনে হতো। এখনো তাই মনে হয়। খাটের যে সাইজ তাতে দু'জন পাশাপাশি চিত হয়ে ঘুমাতে পারে না। একজন চিত হয়ে ঘুমালে অপরজনকে কাত হয়ে ঘুমাতে হয়। canteen এবং বাথরুমের অবস্থা নাই বা বললাম। সারাদিন ক্লাসের পর একজন ছাত্র/ ছাত্রী ঠিকমতো বিশ্রাম নিতে পারে না। কত ধরনের মাস্তানি সহ্য করতে হয় সেটি এখানে আর বললাম না। অথচ আমরা তাদের কাছে জ্ঞানের চর্চা আশা করি। এতো সীমাবদ্ধতা ও অনাচারের মধ্যেও শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছে তাদের সাধ্য মতো।
আকবর হোসাইন’র স্ট্যাটাস থেকে