
ঢাকা, ২২ এপ্রিল, এবিনিউজ : ব্র্যান্ড ট্রাস্ট বা বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে চলতি বছরেও প্রথম অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয় ব্র্যান্ড স্যামসাং। এনিয়ে পরপর দু’বছর প্রথম অবস্থান ধরে রেখেছে স্যামসাং।
সম্প্রতি ভারতের ১৬টি শহরের দুই হাজার ৪৮৮টি ব্রান্ডের উপর এই টিআরএ গবেষণা প্রতিবেদনটি পরিচালনা করা হয়। ৫০ লাখ ডেটাপয়েণ্ট এবং ১৫ হাজার ঘণ্টা কাজ করে এই প্রতিবেদন তৈরি করা হয়।
সনি এবং এলজি ২০১৭ সালের মতো এবারও যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় স্থান ধরে রেখেছে।
অন্যদিকে অপ্পো তাদের অবস্থান উন্নত করেছে এবং তারা এবার ২৯তম জায়গা থেকে ১১তম জায়গায় চলে এসেছে। তবে স্মার্টফোন বাজারে স্যামসাংয়ের সবচেয়ে বড় প্রতিযোগী অ্যাপল এবার ৪র্থ স্থান থেকে ৫ম স্থানে নেমে গেছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে স্যামসাং জানায়, গত বছর ব্র্যান্ডটির অন্তত ৩৪ লাখ ৪০ হাজার হ্যান্ডসেট দেশের বাজারে সরবরাহ করেছে।
বাংলাদেশ মোবাইল ফোন ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন বা বিএমপিআইএর প্রতিবেদন থেকে এই তথ্য নিয়েছে বলে জানায় স্যামসাং।
এবিএন/জনি/জসিম/জেডি