
সুফিয়া কামাল হল থেকে ছাত্রলীগ নেত্রী ইশা’কে মধ্যরাতে মেরে জুতার মালা দিয়ে বের করে দেয়ার পর যারা চুপচাপ ছিলেন তারা এখন বিপ্লবী হয়ে উঠেছেন। কারণ ওই হলের শৃঙ্খলা ভঙ্গ ও গুজব তৈরী করে বিশৃঙ্খলা করার জন্য কয়েকজন ছাত্রীকে রাতের বেলা অভিভাবকদের হাতে তুলে দিয়েছে হল কর্তৃপক্ষ।
ধন্যবাদ অবশেষে আপনাদের মধ্যে বিবেক নামক শব্দটির দেখা পাওয়া গেলো। বেটার লেট্ দেন নেভার ......
ইশা’র পক্ষে ব্যাপক জনমত গড়ে উঠায় আমাকে একজন ইনবক্সে জিজ্ঞেস করলো ( যিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক) ইশা নিশ্চয় কোনো প্রভাবশালী কারো বান্ধবী। নয়তো এতো মানুষ তার পক্ষে নামলো কেন। কথা শুনে ভাষা হারিয়ে ফেলেছিলাম।
এখন কেউ যদি বলে মেয়ে গুলোর পক্ষে যারা অবস্থান নিচ্ছে কারণ তাদের প্রভাশালী বন্ধু রয়েছে। এটাও হবে অসুস্থ কথাবার্তা। আসুন ঐসব কু-তর্কে না মাতি। আপনারা যারা মেধাবী তাদেরতো আরো বেশি উচিত না কুতর্কে মাতা।
তবে আপনাদের মেধাবীদের বিবেকটা সবসময় জাগ্রত হওয়া উচিত। চট্টগ্রামের রনির থাপ্পড়ের সময় যদি শুধু বিবেক কেঁদে উঠে, আর ইশা’র সময় বিবেক মুচকি হাসি দিয়ে উঠে- এর মানে বুঝতে পেরেছেন’তো আপনার মাথা যে বিক্রি হয়ে যাওয়া একটা নর্দমা ।
আশরাফুল আলম খোকন’র স্ট্যাটাস থেকে