মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩১
logo

ত্বকে সুপার গ্লু লাগলে করণীয়

ত্বকে সুপার গ্লু লাগলে করণীয়

ঢাকা, ২৩ এপ্রিল, এবিনিউজ : শক্তিশালী আঠা সুপার গ্লু অসাবধানবশত ত্বকে লেগে গেলে ভয় পাবেন না। অযথা টানাটানি করতে গিয়ে ত্বকের ক্ষতি না করে কয়েকটি সাধারণ উপায় মেনে খুব সহজেই দূর করতে পারেন সুপার গ্লু।

* একটি বাটিতে কুসুম গরম পানি নিন। আঠা লেগে যাওয়া অংশ ১০ মিনিট ভিজিয়ে রাখুন পানিতে। আঙুলে না লেগে শরীরের অন্য কোথায় লাগে তা হলে গরম তোয়ালে ভিজিয়ে চেপে ধরে রাখুন। এবার আঠাযুক্ত ত্বকে লবণ ঘষে নিন। ১ মিনিট জোরে জোরে ঘষার পর দেখবেন উঠতে শুরু করেছে সুপার গ্লু। আরও ২ মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখুন ত্বক। খুব সহজেই উঠে আসবে আঠা।

* ৬ থেকে ৭ ফোঁটা লিকুইড ডিশ ক্লিনার এক কাপ পানিতে মিশিয়ে নিন। আঠা লেগে যাওয়া ত্বক ৫ মিনিট ভিজিয়ে রাখুন। এক পাশ থেকে আঠা উঠতে শুরু করলে টেনে উঠিয়ে ফেলুন।

* অলিভ অয়েলের সঙ্গে লবণ মিশিয়ে পেস্ট তৈরি করুন। পেস্টটি ঘষে ঘষে উঠিয়ে ফেলুন ত্বকে লেগে যাওয়া সুপার গ্লু।

এবিএন/সাদিক/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত