বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • আদালত
  • রাষ্ট্রদ্রোহ মামলা: তারেকসহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৪ জুন

রাষ্ট্রদ্রোহ মামলা: তারেকসহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৪ জুন

রাষ্ট্রদ্রোহ মামলা: তারেকসহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৪ জুন
ফাইল ফটো

ঢাকা, ২৩ এপ্রিল, এবিনিউজ : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৩ জনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহের মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৪ জুন পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

আজ সোমবার এ মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। কিন্তু আদালতে কোনো সাক্ষী উপস্থিত না হওয়ায় ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা নতুন দিন ধার্য করেছেন।

তারেক রহমান বাদে অন্য তিন আসামি হলেন- বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনের (ইটিভি) তৎকালীন চেয়ারম্যান আব্দুস সালাম, প্রধান প্রতিবেদক মাহাথির ফারুকী ও বিশেষ প্রতিনিধি কণক সরওয়ার।

গত বছরের ২০ নভেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত।

২০১৫ সালের ৪ জানুয়ারি রাতে লন্ডন থেকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য সরাসরি সম্প্রচার করে একুশে টেলিভিশন। পরদিন রাতে কারওয়ান বাজারের ইটিভির কার্যালয় থেকে বাসায় ফেরার পথে সালামকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ।

‘ইটিভিতে তারেক রহমানের বক্তব্য প্রচার রাষ্ট্রদ্রোহের শামিল’- এ অভিযোগে ওই বছরের ০৮ জানুয়ারি দণ্ডবিধির ১২৪(এ) ধারায় রাষ্ট্রদ্রোহের মামলাটি করেন তেজগাঁও থানার উপ-পরিদর্শক(এসআই) বোরহান উদ্দিন।

মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও ইটিভির তৎকালীন চেয়ারম্যান আব্দুস সালামকে আসামি করা হয়।

২০১৬ সালের ৩ আগস্ট চারজনকে আসামি করে আদালতে চার্জশিট দেন মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ইমদাদুল হক।

চার্জশিটে বলা হয়েছে, ২০১৫ সালের ০৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা ও কালো’ দিবসের নামে পূর্ব লন্ডনের অট্রিয়াম অডিটোরিয়ামে যুক্তরাজ্য বিএনপির প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন তারেক রহমান। তারেক রহমান তার বক্তব্যে দেশের বিচার বিভাগ, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে এমন মন্তব্য করেছেন, যাতে জনমনে হিংসার উদ্বেগ হয়েছে।

এছাড়া পলাতক আসামি হিসেবে তারেক রহমানের বক্তব্য সরাসরিসম্প্রচার করে ইটিভির চেয়ারম্যান আবদুস সালামও রাষ্ট্রদ্রোহের কাজ করেছেন বলে অভিযোগ করা হয় ওই চার্জশিটে।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত