শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
logo

ফেসবুকের পর এবার অবৈধভাবে তথ্য চুরি করছে ইউটিউব!

ফেসবুকের পর এবার অবৈধভাবে তথ্য চুরি করছে ইউটিউব!

ঢাকা, ২৩ এপ্রিল, এবিনিউজ : এবার অভিযোগের তির ইউটিউবের দিকে৷ ফেসবুকের মতোই ইউটিউব নাকি অবৈধভাবে তথ্য সংগ্রহ করছে৷ এমনটাই অভিযোগ করেছেন ২৩ টি চাইল্ড অ্যাডভোকেসি, কনজিউমার অ্যাণ্ড প্রিভেসি গ্রুপ মিলিতভাবে৷ জানা গেছে, দলগুলির সঙ্গে যোগ দেয় FTC (ইউএস ফেডারাল ট্রেড কমিশন)৷ অভিযোগে জানানো হয়েছে, এই সার্চ ইঞ্জিনটির ব্যবহার শিশুদের মধ্যে দিন দিন বেড়েই চলেছে৷ যদিও ভিডিও শেয়ারিং এই সাইটটি ব্যবহারের অনুমোদন রয়েছে ১৩ বছর বা তার উর্দ্ধের শিশুদের৷

দলটির দাবি, গুগল শিশুদের থেকে তথ্য সংগ্রহ করছে৷ তারপর সেই তথ্য ব্যবহার করে বিজ্ঞাপন বানানো হয়েছে সাইটটির আয় বাড়ানোর জন্য৷ ব্যাক্তিগত তথ্য সংগ্রহ চলছে লোকেশনের মধ্যে দিয়ে৷ ফোন নাম্বার ব্যবহার করে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে তাদের ক্রমাগত ট্র্যাক করা হয়ে চলেছে৷

বিষয়টি নিয়ে ইউটিউবের একজন মুখপাত্র বলেন, যদিও আমরা এখনও কোনরকম অভিযোগ পাইনি৷ শিশু এবং তার পরিবারকে রক্ষা করার বিষয়টিকে আমরা অগ্রাধিকার দিয়ে থাকি৷ তবুও, সমস্ত অভিযোগগুলিকে খতিয়ে দেখা হবে৷ শুধুমাত্র শিশুদের ব্যবহারের জন্য একটি ইউটিউব অ্যাপ আনার চেষ্টা চলছে৷

এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত