![কুমিল্লায় খালেদার পৃথক দুই মামলার শুনানি ৭ জুন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/23/khaleda-at-court_136589.jpg)
কুমিল্লা, ২৩ এপ্রিল, এবিনিউজ : কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে আগুন লাগিয়ে আটজন হত্যা এবং একই উপজেলার কাভার্ডভ্যান পোড়ানোর পৃথক দুটি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের আবেদন কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে শুনানি হয়েছে।
আজ সোমবার আদালতের বিচারক বেগম জেসমিন আরা বেগম মামলার আরও শুনানির পরবর্তী তারিখ ৭ জুন নির্ধারণ করেছেন। অ্যাডভোকেট কাইমুল হক রিংকু বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে চলতি মাসের ১০ এপ্রিল কুমিল্লার ৫নং আমলি আদালতের বিচারক মোস্তাইন বিল্লাহ খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করেন। পরবর্তীতে তার আইনজীবীরা ১৬ এপ্রিল জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করলে আদালত ২৩ এপ্রিল শুনানির দিন ধার্য করেন।
খালেদা জিয়ার পক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, অ্যাডভোকেট কাইমুল হক রিংকুসহ শতাধিক আইনজীবী শুনানিতে অংশ নেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) মোস্তাফিজুর রহমান লিটনসহ আরও অনেকে।
এবিএন/জনি/জসিম/জেডি