ঢাকা, ২৪ এপ্রিল, এবিনিউজ : সর্বস্তরের শ্রদ্ধা জানানোর জন্য স্বনামধন্য কবি বেলাল চৌধুরীর মরদেহ আগামীকাল (বুধবার) সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। আজ দুপুরে রাজধানীর আনোয়ার খান মর্ডান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কবি বেলাল চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগসহ বার্ধক্যজনিত রোগে চিকিৎসাধীন ছিলেন। এক সপ্তাহ আগে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে নেয়া হয়। বেলাল চৌধুরী বাংলাদেশের ভারতীয় হাইকমিশন থেকে প্রকাশিত 'ভারত বিচিত্রা'র সম্পাদক ছিলেন। ২০১৪ সালে তিনি একুশে পদক পান।
এবিএন/ মমিন/জসিম