বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

তুরাগ বাসের চালকসহ তিনজন রিমান্ডে

তুরাগ বাসের চালকসহ তিনজন রিমান্ডে

ঢাকা, ২৪ এপ্রিল, এবিনিউজ : তুরাগ পরিবহনের বাসের চালকসহ তিনজনকে তিন দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। রাজধানীর বাড্ডায় এক বিশ্ববিদ্যালয় ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগে ওই তিনজনকে আটক করে পুলিশ। আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম গোলাম নবী এ আদেশ দেন।

ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান জানান, আজ ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) তাপস কুমার ওঝা আসামিদের হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক প্রত্যেক আসামিকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

আনিসুর রহমান জানান, আসামিরা হলেন বাসের চালক রোমান, সুপারভাইজার মনির ও চালকের সহকারী নয়ন। গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর সায়েদাবাদ এলাকায় ওই তিনজনকে আটক করা হয়।

নথি থেকে জানা যায়, যৌন হয়রানির শিকার ছাত্রী গত ২১ এপ্রিল দুপুরে উত্তরা ৬ নম্বর সেক্টরে উত্তরা ইউনিভার্সিটির ক্যাম্পাসে আসার জন্য উত্তর বাড্ডা এলাকা থেকে তুরাগ পরিবহনের একটি বাসে ওঠেন। তখন বাসে যাত্রী ছিল মাত্র সাত-আটজন।

ওই ছাত্রী সন্দেহবশত বাস থেকে নামার চেষ্টা করলে বাসচালকের সহকারী দরজা বন্ধ করে দেয়। বাসের সুপারভাইজার ছাত্রীর হাত ধরে টানাটানি শুরু করে। বাসের সুপারভাইজার ও চালকের সহকারীর সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে চলন্ত গাড়ি থেকে লাফিয়ে বেরিয়ে আসে ওই ছাত্রী।

ওই ঘটনায় গত ২২ এপ্রিল ছাত্রীর স্বামী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে ১০/৩০ ধারায় ওই মামলা দায়ের করেন। মামলায় তুরাগ পরিবহনের ওই বাসের চালক, হেলপারসহ তিনজনকে আসামি করা হয়।

এবিএন/ মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত