![যেভাবে কাপড় থেকে তেলের দাগ দূর করবেন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/25/l-s-9_136745.jpg)
ঢাকা, ২৫ এপ্রিল, এবিনিউজ : কাপড়ে তেলের দাগ লাগলে চিন্তার কারণ নেই। সহজ কয়েকটি পদ্ধতিতে কাপড় থেকে দূর করতে পারবেন তেলের দাগ।
১. সমান জায়গায় কাপড় বিছিয়ে দাগের ওপর ১ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার ছড়িয়ে দিন। আঙুল দিয়ে ঘষুন। ১ ঘণ্টা অপেক্ষা করে কয়েক ফোঁটা লিকুইড ডিটারজেন্ট দিয়ে আরও কিছুক্ষণ ঘষুন। একটি ভেজা সুতি কাপড় দিয়ে ঘষে ঘষে কর্ন ফ্লাওয়ার ও ডিটারজেন্টের মিশ্রণ উঠিয়ে ফেলুন। গরম পানি দিয়ে ধুয়ে রোদে শুকান।
২ . দাগের ওপর পেপার টাওয়েল চেপে অতিরিক্ত তেল দূর করুন। এবার কাপড়ের নিচে কার্ডবোর্ড বিছিয়ে দাগের ওপর বেকিং সোডা ছড়িয়ে দিন। ১ ঘণ্টা অপেক্ষা করে পানি স্প্রে করুন। নরম টুথব্রাশ দিয়ে কয়েক মিনিট ঘষুন। খুব জোরে ঘষবেন না। গরম পানি দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে নিন।
৩ . দাগযুক্ত কাপড়ের নিচে পেপার টাওয়েল বিছান। দাগের ওপর হেয়ার স্প্রে দিন। পেপার টাওয়েল দিয়ে চেপে চেপে দাগ তুলে ফেলুন। ডিটারজেন্ট দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে নিন।
এবিএন/সাদিক/জসিম