বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলি লুকিয়ে আছেন...

বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলি লুকিয়ে আছেন...

'বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলি লুকিয়ে আছেন যুক্তরাজ্যে তারেক রহমানের বাসায়! সরকারকে বেকায়দায় ফেলতে তাঁকে নিয়ে নিখোঁজের গল্প সাজিয়েছে বিএনপি'...। একটা অনলাইন 'নিউজ পোর্টালে' এ ধরনের 'প্রতিবেদন' ঝুলছে। মারাত্মক অনুসন্ধানী প্রতিবেদন!

ডটকম, ডটনেট বিস্ফোরণের সঙ্গে সঙ্গে এ দেশে মেধারও বিস্ফোরণ ঘটেছে। ভয়ানক এসব মেধাবী ফেসবুক, পোর্টাল ইত্যাদিতে রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে গায়েবি তথ্য ছড়াচ্ছে। সব রাজনৈতিক দলের এসব মেধাবী প্রজন্ম আছে। কয়েকটা দলের তুলনায় এ জাতীয় মেধাবী প্রজন্ম ক্ষমতাসীন আওয়ামী লীগের বেশ কম।

ডটকম, ডটনেটের যুগে একশ্রেণির সাংবাদিকের সাংবাদিকতা দেশ, মাটি, পৃথিবীর গণ্ডি ছাড়িয়ে একেবারে আকাশ ছুঁয়েছে। তারা এমন তথ্যে 'সংবাদ' লেখেন, যে তথ্য শুধু অন্য সাংবাদিকদের অজানা নয়, দেবতাও সম্ভবত জানেন না। তথ্যগুলো আকাশের উপরে থাকা কোনো ফেরেশতা দেন?

হাসান শান্তনু’র স্ট্যাটাস থেকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত