![নাসিরনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/27/atok2_137125.jpg)
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া), ২৭ এপ্রিল, এবিনিউজ : জেলার নাসিরনগরে হত্যা, মন্দির ভাঙা ও একাধিক নারী ধর্ষণকারী মাওলানা ইসলাম উদ্দিন ফারুকীকে গ্রেফতার করেছে নাসিরনগর থানা পুলিশ।
গত ২৩ এপ্রিল দুপুরে গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ গুকর্ণ ইউনিয়নের নূরপুর বাজার হতে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি মাওলানা ইসলাম উদ্দিন ফারুকী (৫৫) নাসিরনগর উপজেলার গুকর্ণ ইউনিয়নের নূরপুর গ্রামের মৃত দুধ মিয়ার ছেলে। মাওলানা ইসলাম উদ্দিন ফারুকীর (৫৫) বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন থানায় একাধিক নারী ধর্ষণ, হত্যা, মানব পাচার ও প্রতারণাসহ বিভিন্ন মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
তার বিরুদ্ধে পঞ্চগড় থানায় এক নারীকে ধর্ষণের পর হত্যা করার অপরাধে মামলা রয়েছে। ২০ জুন ২০১৭ তারিখে ১০(৭)১৬ এর ৩৬৪, ৩০২ ধারা মোতাবেক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, ২নং আদালত, পঞ্চগড় তার বিরুদ্ধে গ্রেফতারী পনোয়ারা জারি করে। এলাকায় সে একজন জামায়ত ইসলামীর কর্মী হিসেবে পরিচিত। তবে সরকার বদলের সাথে সাথে তার চরিত্রও বদলে যায় বলে জানান স্থানীয়রা।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ১২ জুলাই ২০১৭ তারিখে সরাইল থানার এক সিএনজি চালকের স্ত্রীকে জোর করে বিয়ে করে মাওলানা ইসলাম উদ্দিন ফারুকী। এমনকি সে তার ছেলের জন্য বৌ দেখতে গিয়ে নিজেই সেই মেয়েকে বিয়ে করার কথা শোনা গেছে। সে ৫টি বিয়ে করেছে বলে এলাকার সাধারণ মানুষ জানায়।
মাওলানা ইসলাম উদ্দিন ফারুকী (৫৫) ২০১৬ সালের নাসিরনগর হিন্দু পল্লীতে অগ্নী সংযোগ, ঘরবাড়ি ও মন্দির ভাংচুর ও লুটপাটের ঘটনার সাথে জড়িত বলে জানা গেছে। সে পুলিশের ভয়ে পালিয়ে ছিল।
গোপন সূত্রে খবর পেয়ে নাসিরনগর থানার এ.এস.আই রিপন চক্রবর্তী, কনস্টেবল জুয়েল রানাসহ সঙ্গীয় ফোর্স নিয়ে নূরপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
এবিএন/আব্দুল হান্নান/জসিম/এমসি