![রূপচর্চায় ক্যাস্টর অয়েল](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/28/castor-oi_137193.jpg)
ঢাকা, ২৮ এপ্রিল, এবিনিউজ : ঔষুধি গুণের জন্য যুগ যুগ ধরে ক্যাস্টর অয়েলের ব্যবহার চলে আসছে। বর্তমানে নানা রূপচর্চায় নানা ধরনের উপকরণ বাজারে পাওয়া গেলেও ক্যাস্টর অয়েলের কদর কিন্তু কমেনি। চুল ও রূপচর্চায় আজও অনেকে ক্যাস্টর অয়েলের উপর ভরসা করে। জেনে নেওয়া যাক রূপচর্চায় ক্যাস্টর অয়েলের কার্যকারিতা সম্পর্কে-
ত্বকে বলিরেখা পড়া রোধ করতে ক্যাস্টর অয়েল বেশ কার্যকর। সামান্য ক্যাস্টর অয়েল হাতে নিয়ে ত্বকে ম্যাসাজ করে মাখুন। কিছুক্ষণ অপেক্ষা করুন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে এটি ত্বকের বলিরেখা পড়া রোধ করবে।
স্ট্রেচ মার্কের উপর ক্যাস্টর অয়েল ম্যাসাজ করে লাগান। কিছু সময়ের পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে দাগ দূর হয়ে যাবে।
চোখের পাপড়ি ঘন করতে বা ভ্রু বৃদ্ধিতে ক্যাস্টর অয়েল কার্যকরী। ঘুমানোর আগে একটি তুলার বলে ক্যাস্টর অয়েল লাগিয়ে সেটি চোখের পাপড়ি এবং ভ্রুতে ম্যাসাজ করে লাগান। পরের দিন সকালে তা ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে চোখের পাপড়ি এবং ভ্রু ঘন হবে।
এবিএন/জনি/জসিম/জেডি