![আজকের দিনের ইতিহাস: ২৯ এপ্রিল ২০১৮](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/29/ajker-itihash7_137341.jpg)
ঢাকা, ২৯ এপ্রিল, এবিনিউজ : আজ ২৯ এপ্রিল ২০১৮ এবং ১৬ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ, রোজ রবিবার। ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। abnews24.com এর সৌজন্যে এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-
আন্তর্জাতিক নৃত্য দিবস আজ
১৬৮২ খ্রিস্টাব্দের এই দিনে পিটার দ্যা গ্রেইট মাত্র দশ বছর বয়সে রাশিয়ার সম্রাট পদে অধিষ্ঠিত হন।
১৭৪৭ খ্রিস্টাব্দের এই দিনে ফ্রান্সের ৯০ হাজার সেনা হল্যান্ডে হামলা শুরু করে। এ সময় হল্যান্ড বৃটেন ও অস্ট্রিয়ার পক্ষ থেকে সামরিক সাহায্য পাওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত যুদ্ধে ফ্রান্সই বিজয়ী হয়।
১৯১৯ খ্রিস্টাব্দের এই দিনে জালিওয়ান ওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ প্রদত্ত ‘নাইট’ উপাধি ত্যাগ করেন।
১৯২৮ খ্রিস্টাব্দের এই দিনে তুরস্কের কামাল আতাতুর্ক আরবী বর্ণমালায় তুর্কী ভাষা লেখার ঐতিহ্যবাহী পদ্ধতি বাদ দিয়ে ল্যাটিন হরফে তুর্কী ভাষা লেখার নির্দেশ দেন।
১৯৩৩ খ্রিস্টাব্দের এই দিনে গ্রিক কবি কনস্তানতিন কাভাফির মৃত্যু।
১৯৩৯ খ্রিস্টাব্দের এই দিনে দিল্লির লালকেল্লার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
১৯৪৫ খ্রিস্টাব্দের এই দিনে ইতালিতে জার্মান বাহিনী মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করে।
১৯৫৪ খ্রিস্টাব্দের এই দিনে তিব্বত নিয়ে ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল চুক্তি সম্পাদিত হয়।
১৯৮০ খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন চলচ্চিত্র নির্মাতা আলফ্রেড হিচকক মৃত্যুবরণ করেন ।
১৯৯১ খ্রিস্টাব্দের এই দিনে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে বাংলাদেশের দক্ষিণ উপকূলবর্তী জেলাগুলিতে পাঁচ লক্ষাধিক লোক নিহত এবং দেড় কোটি লোক গৃহহারা হয়।
১৯৯৭ খ্রিস্টাব্দের এই দিনে বৃটেন চীনের কাছে হংকংকে ফিরিয়ে দেয়।
২০০৪ খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন টেলিভিশন চ্যানেল সি.বি. এস ইরাকের আবু গারিব কারাগারের বন্দীদের ওপর মার্কিন সেনাদের নৃশংস ও পাশবিক নির্যাতনের বিভিন্ন ছবি ও ভিডিও ফিল্ম প্রচার করে।
২০০৫ খ্রিস্টাব্দের এই দিনে আর্মেনীয়-বংশোদ্ভুত রুশ গণিতবিদ ও কম্পিউটার বিজ্ঞানী লিওনিদ খাচিয়ান এর মৃত্যু।
২০০৬ খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন অর্থনীতিবিদ জন কেনেথ গলব্রেইথ এর মৃত্যু।
এবিএন/জসিম/নির্ঝর