বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

আজকের দিনের ইতিহাস: ০৪ মে ২০১৮

আজকের দিনের ইতিহাস: ০৪ মে ২০১৮

ঢাকা, ০৪ মে, এবিনিউজ : আজ ০৪ মে ২০১৮ এবং ২১ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ, রোজ শুক্রবার। ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। abnews24.com এর সৌজন্যে এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

১৫০২ খ্রিস্টাব্দের এই দিনে ক্রিস্টোফার কলম্বাস তার চতুর্থ সমূদ্র ভ্রমণে গিয়ে কোস্টারিকা আবিস্কার করেন।

১৬২৬ খ্রিস্টাব্দের এই দিনে ডাচ অভিযাত্রী পিটার মিনিট (Peter Minuit) ম্যানহাটন দ্বিপে প্রথম ইউরোপীয় হিসেবে পা রাখেন, যেখানে আজকের নিউ ইয়র্ক শহর।

১৭৩৩ খ্রিস্টাব্দের এই দিনে ফরাসী জ্যোর্তিবিদ জাঁ শার্ল বোর্দা জন্মগ্রহণ করেন।

১৭৯৯ খ্রিস্টাব্দের এই দিনে ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে টিপু সুলতান নিহত হয়।

১৮০০ খ্রিস্টাব্দের এই দিনে কলকাতায় পোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা।

১৮০৭ খ্রিস্টাব্দের এই দিনে ফ্রান্স ও ইরানের মধ্যে ফিংকেষ্টাইন চুক্তি স্বাক্ষরিত হয়।

১৮২৫ খ্রিস্টাব্দের এই দিনে ইংরেজ জীববিজ্ঞানী হেনরী হক্সলি জন্মগ্রহণ করেন।

১৮৪৯ খ্রিস্টাব্দের এই দিনে চিত্রশিল্পী ও সঙ্গীতজ্ঞ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন।

১৮৮৬ খ্রিস্টাব্দের এই দিনে শিকাগোর হে মার্কেটে বিশাল শ্রমিক সমাবেশে মার্কিন পুলিশ নির্মম নির্যাতন চালায় এবং ৮ জন শ্রমিক নেতাকে প্রাণদণ্ড দেয়।

১৯০৪ খ্রিস্টাব্দের এই দিনে পানামা খাল খননের কাজ শুরু।

১৯১৯ খ্রিস্টাব্দের এই দিনে চীনে ‘৪ঠা মে’ আন্দোলন নামে সাম্রাজ্যবাদ ও সামন্তবাদ বিরোধী বিখ্যাত গণ আন্দোলনের সূচনা হয়।

১৯২৯ খ্রিস্টাব্দের এই দিনে অড্রে হেপবার্ন, খ্যাতিমান মার্কিন অভিনেত্রী এর জন্ম।

১৯৪৫ খ্রিস্টাব্দের এই দিনে জার্মানীর ন্যাশনাল সোশালিস্ট পার্টি বা নাৎসি পার্টি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়।

১৯৫৬ খ্রিস্টাব্দের এই দিনে স্বাধীনতা সংগ্রামী পূর্ণচন্দ্র দাসের মৃত্যু।

১৯৫৭ খ্রিস্টাব্দের এই দিনে কুখ্যাত ম্যাককার্টিযম দৃষ্টিভঙ্গির প্রবক্তা ও মার্কিন সিনেটর জোসেফ ম্যাক কার্টি মৃত্যুবরণ করেন।

১৯৬৬ খ্রিস্টাব্দের এই দিনে বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী অতুলকৃষ্ণ ঘোষের মৃত্যু।

১৯৬৭ খ্রিস্টাব্দের এই দিনে মাস্টার দা সূর্যসেনের সহযোদ্ধা ও বিপ্লবী ইন্দুমতী সিংহের মৃত্যু।

১৯৭৯ খ্রিস্টাব্দের এই দিনে মার্গারেট থ্যাচার ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত।

১৯৮০ খ্রিস্টাব্দের এই দিনে যুগোস্লাভিয়ার রাষ্ট্রনায়ক মার্শাল ইয়োসিপ ব্রোজ টিটুর মৃত্যু।

১৯৮২ খ্রিস্টাব্দের এই দিনে ফকল্যান্ড দ্বীপপুঞ্জে আর্জেন্টিনার সঙ্গে ব্রিটিশ সেনাবাহিনীর সংঘর্ষ শুরু হয়।

১৯৮৩ খ্রিস্টাব্দের এই দিনে সাহিত্যিক আবুল ফজলের মৃত্যু।

১৯৯২ খ্রিস্টাব্দের এই দিনে অর্থনীতিবিদ আখলাকুর রহমানের মৃত্যু।

১৯৯৩ খ্রিস্টাব্দের এই দিনে কবি সানাউল হকের মৃত্যু।

১৯৯৪ খ্রিস্টাব্দের এই দিনে গাজা ও জেরিকোতে স্বায়ত্তশাসন দিতে ইসরাইল এবং পিএলও’র মধ্যে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত