
ঢাকা, ৩০ এপ্রিল, এবিনিউজ : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, শেখ হাসিনার সঙ্গে আর কোনো বন্ধুরাষ্ট্র আসবে না, এটা নিশ্চিত থাকুন।’
আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে জাতীয়তাবাদী ছাত্র ফোরাম, খুলনা’এর প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশের সকল বন্ধুরাষ্ট্রের দাবি, বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে। চীন কখনো কোনো দেশের বিষয়ে কথা বলে না। কিন্তু বাংলাদেশের চীনা রাষ্ট্রদূতও সংবাদ সম্মেলন করে বলেছেন, যে অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে। তাই কোনো বন্ধুর কথা বলে লাভ হবে না।