![ঠাকুরগাঁওয়ে হত্যা মামলায় এক ব্যক্তির মৃত্যুদণ্ড](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/30/adalot_137567.jpg)
ঠাকুরগাঁও, ৩০ এপ্রিল, এবিনিউজ : ঠাকুরগাঁওয়ে জমি দখলকে কেন্দ্র করে আব্দুল মালেক নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে আজিম উদ্দিন নামের একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই মামলায় বেকসুর খালাস দেয়া হয়েছে ছয়জনকে।
আজ সোমবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক হায়দার আলী এই আদেশ দেন।
মামলার বিবরণে জানা গেছে, জেলার পীরগঞ্জ উপজেলায় ২০১৫ সালের পাঁচ জুন জমি দখলকে কেন্দ্র করে আব্দুল মালেককে কুপিয়ে জখম করে প্রতিবেশী আজিম উদ্দিন। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মালেক ১০ই জুন মারা যান। এ ঘটনায় মৃত আব্দুল মালেকের ভাই আব্দুল খালেক পীরগঞ্জ থানায় আজিম উদ্দিনসহ সাতজনের নামে একটি হত্যা মামলা করেন।
এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু বকর সিদ্দিক আসামি আজিম উদ্দিনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
পরে সাক্ষীদের সাক্ষ্য ও চার্জশিটের ভিত্তিতে আসামি আজিম উদ্দিনের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারা মোতাবেক অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন আদালত।
সেইসঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে। মামলায় বাকি ছয়জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দিয়েছেন আদালত।
এবিএন/মমিন/জসিম