শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • আদালত
  • বোয়ালখালীতে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা

বোয়ালখালীতে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা

বোয়ালখালীতে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা

বোয়ালখালী (চট্টগ্রাম), ০৩ মে, এবিনিউজ : বোয়ালখালীতে বৌদ্ধ সম্প্রদায়ের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে।

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মাইকেল বড়ুয়া বাদী হয়ে সত্যন্দ্র বড়ুয়াকে প্রধান আসামী করে ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

বাদীর আইনজীবি জিয়া উদ্দিন জানান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মাহমুদুল হাসানের আদালত মামলাটি আমলে নিয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে ৩১ মে এর মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

এর আগে একই ঘটনায় গত সোমবার (৩০ এপ্রিল) সত্যন্দ্র বড়ুয়া বাদী হয়ে প্রতিপক্ষের ১৪ জনকে আসামি করে ও অজ্ঞাত ৬জনের বিরুদ্ধে বোয়ালখালী থানায় মামলা দায়ের করেছেন।

উল্লেখ্য গত রবিবার (২৯ এপ্রিল) সকাল ৯টার দিকে পূর্ব কালুরঘাট আরাকান সড়কের বাদামতল এলাকায় এক বৌদ্ধ ভিক্ষুকে লাঞ্চিত করার ঘটনায় বৌদ্ধ সম্প্রদায়ের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০জন আহত হন।

এবিএন/রাজু দে/জসিম/এমসি

ERROR while connect: mysql_error