বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • গোবিন্দগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৪

গোবিন্দগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৪

গোবিন্দগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৪

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা), ০৩ মে, এবিনিউজ : গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশ নাকাইহাট বাজারের পিলু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় হাতে নাতে ১৪ জুয়াড়িকে আটক করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে ওসি মজিবুর রহমান পিপিএম এর নির্দেশে এস আই সিদ্দিক, এস.আই নাজমুলসহ ৫/৬ জন সংগীয় ফোর্স নাকাই টাওয়ারের পার্শ্বে পিলু মিয়ার বাড়ী থেকে ১৪ জন জুয়াড়িকে আটক করে।

এরা হলো- পুরন্দর গ্রামের চান বক্স এর পুত্র মোত্তালেব মিয়া (৩০),পুরন্দর গ্রামের খলিলুর রহমানের পুত্র জহুরুল ইসলাম (৩৬),বালা বামুনিয়া গ্রামের আজিমুদ্দিন এর পুত্র জাহিদুল ইসলাম (৩০), মালেনি পাড়ার দুলা মন্ডলের পুত্র সুমন মন্ডল (২২), হরিপুর গ্রামের আ. আজিজের পুত্র লাজু মিয়া (২২), পলাশবাড়ীর মনোহরপুর সাবিলা ব্যাপারী এর পুত্র দুদু মিয়া (৩৩), বাজুনিয়া গ্রামের মৃত্যু বাচ্চা দাসের পুত্র সুমন চন্দ্র দাস (৪২), নাকাই দক্ষনিপাড়ার ছইতুল্যাহর পুত্র সাবু মিয়া (৪৫), নাকাই মধ্যে পাড়ার মনছুর ব্যাপারীর পুত্র ছেলে হুদা মিয়া (৪৬), পুরন্দর পাড়ার মতিয়ার রহমানের পুত্র সাদেকুল ইসলাম (২৮), ধানখুনিয়া গ্রামের আ. বাসেদ এর পুত্র জুয়েল (৪০), খামার বালুয়া পলাশবাড়ী গ্রামের মকবুল মন্ডলের পুত্র আ. হান্নান মিয়া।

এদিকে ১৪ জন জুয়ারু গ্রেফতার করা হলেও অজ্ঞাত কারনে কুঞ্জনাকাইয়ের আস্কর আলীর পুত্র নজরুল ইসলাম (২৮) ও পাটোয়া গ্রামের আফছারের পুত্র রেজাউল (৪০)কে থানা থেকে ছেড়ে দিয়েছে।

এসময় তাদের কাছ থেকে নগদ বিশ হাজার টাকা ও আট বান্ডিল তাস উদ্ধার করেছে।

এবিএন/তাজুল ইসলাম প্রধান/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত