![ভারতে পালানোর চেষ্টা করেছিল শিশু ধর্ষক](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/04/arrest_abnews_138005.jpg)
লালমনিরহাট, ০৪ মে, এবিনিউজ : লালমনিরহাটের আলোচিত শিশু ধর্ষণ মামলার আসামী মহানন্দ রায় ভারতে পালানোর চেষ্টা করেছিল। ভারতে অবস্থানরত তার আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করে মহানন্দ পালানোর সকল প্রক্রিয়া সম্পন্ন করে।
এমন অবস্থায় মোবাইল ফোন টেকিং-এর মাধ্যমে অবস্থান নিশ্চিত করে র্যাপিড অ্যকশন ব্যাটালিয়ন (র্যাব) ৫ সদস্যের একটি দল তাকে গ্রেফতার করেন।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ধর্ষক মহানন্দ রায় সদর উপজোলার হারাটি ইউনিয়নে হিরামানিক এলাকায় বিনয় চন্দ্রের ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয় হিরামানিক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ওই শিশু বাড়ির পাশে ধান ক্ষেতে হাঁস তাড়াতে গেলে তার প্রতিবেশী ধর্ষক মহানন্দ তাকে ফুসলিয়ে পাশের ভুট্টা ক্ষেতে নিয়ে যায়। এসময় শিশুটির মুখ বেঁধে জোর পূর্বক ধর্ষণ করে শিশুটিকে ভুট্টা ক্ষেতের বাহিরে ফেলে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে গাইনী বিভাগে ভর্তি করে। ঘটনার পর থেকে মহানন্দ রায় পলাতক ছিলেন। পরে আসামী ধরতে রংপুর র্যাব অভিযান চালিয়ে কাকিনা এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।
লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম পুরো বিষয়টি নিশ্চিত করেছেন।
এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/এমসি