
ঢাকা, ০৪ মে, এবিনিউজ : আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপি দশম জাতীয় সংসদ নির্বাচনের আগেও নির্বাচন বানচাল করার হুমকি দিয়েছিল। কিন্তু তারা নির্বাচন ঠেকাতে পারে নি। নির্বাচনও হয়েছিল এবং সরকারও গঠিত হয়েছিল। সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। হুমকি দিয়ে নির্বাচন বন্ধ করার ক্ষমতা বিএনপির নেই।
মাহবুব-উল-আলম হানিফ গতকাল বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মহান মে দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।