![লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান অস্ত্র-গুলিসহ গ্রেফতার](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/01/02/arrest_54061.jpg)
খাগড়াছড়ি, ০২ জানুয়ারি, এবিনিউজ : অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে।
সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি এলাকার কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল শামসুদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ, আনসার ও সেনা সদস্যদের একটি দল অভিযান চালিয়ে চেয়ারম্যানকে গ্রেফতার করে।
লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ইকবাল জানান, আজ সোমবার ভোর ৪টার দিকে চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমাকে একটি অবৈধ বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ তার সরকারি বাসভবন থেকে গ্রেফতার করা হয়। তার নামে অস্ত্র আইনে মামলা হবে।
এবিএন/এসএ/জসিম/সাদিক