বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • চাঁদপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ ডাকাত নিহত

চাঁদপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ ডাকাত নিহত

চাঁদপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ ডাকাত নিহত

চাঁদপুর, ০৪ জানুয়ারি, এবিনিউজ : চাঁদপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মতলব উত্তর উপজেলার ডুবগি গ্রামে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত ডাকাতরা হলো- হাবু সরদার (৩০) ও মজিবুব রহমান (৪৮)। তাদের লাশ মতলব উত্তর থানায় রাখা হয়েছে।

মজিবের বাড়ি মতলব উত্তর উপজেলার ডুবগি গ্রামে এবং হাবুর বাড়ি লক্ষ্মীপুর জেলার চর হাসান গ্রামে। ৮ মাস আগে মজিবকে গ্রেফতার করে পুলিশ। পরে সে জামিনে মুক্তি পায়।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার বলেন, মঙ্গলবার দিবাগত গভীর রাতে মতলব উত্তরে ডাকাতির প্রস্তুতির সময় গোপন সংবাদ পেয়ে পুলিশ সেখানে যায়। এ সময় ডাকাতরা পুলিশের ওপর হামলা চালালে পুলিশ পাল্টা গুলি করে। এ সময় দু’জন নিহত হয়।

এ সময় ডাকাতদের হামলায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা হলেন- এসআই এনামুল হক, কনস্টেবল কৃষ্ণ ও সিরাজ। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

ঘটনাস্থল থেকে ধারালো রামদা, কিরিচ ও গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

নিহত ডাকাতদের বিরুদ্ধে কিছুদিন আগে মতলব উত্তরের পাঠান বাজার এলাকায় স্বর্ণের দোকান লুটের অভিযোগ রয়েছে। এ ছাড়া ২ জনের বিরুদ্ধে ডাকাতি ও হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

এবিএন/এসএ/জসিম/সাদিক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত