![আঙ্গুর নিয়ে গভীর রাতে মন্ত্রীর বাড়িতে যুবক](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/01/11/noah@abnews_54651_55942.gif)
ঢাকা, ১১ জানুয়ারি, এবিনিউজ : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার বড় রাজাপুর গ্রামে মঙ্গলবার দিবাগত রাত ৪টার দিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গ্রামের বাড়ি থেকে ১ কেজি আঙ্গুরসহ এক যুবককে পুলিশ আটক করেছে। আটক যুবক মো. দেলওয়ার হোসেন দাগনভুঁইয়া উপজেলার দক্ষিণ করিমপুর গ্রামের আবদুল ওহাবের ছেলে।
আটক ওই যুবক পুলিশের জিজ্ঞাসাবাদে জানায়, রাত ৩টার দিকে দাগনভুঁইয়া বাজারে এক যুবক এক কেজি আঙ্গুর কিনে তাকে একশ' টাকা ভাড়া দিয়ে এটা মন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়িতে পৌঁছে দিতে বলেছে।
রাতভর পুলিশের জিজ্ঞাসাবাদে দেলওয়ারের কাছে থেকে পুলিশ তেমন কোনো তথ্য আদায় করতে পারেনি।
বুধবার সকালে কোম্পানীগঞ্জ থানার ওসি সৈয়দ মো. ফজলে রাব্বী আটক দেলওয়ার হোসেনকে নিয়ে দাগন ভুঁইয়া উপজেলায় যান। যে দোকান থেকে আঙ্গুর কিনেছিল ওই দোকানিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ক্রেতার সম্পর্কে খোঁজ নেয়া হচ্ছে বলে ওসি যুগান্তরকে জানান। আঙ্গুরগুলি থানায় রয়েছে। এগুলো পরীক্ষা করা হবে বলে পুলিশ জানায়।
এবিএন/মমিন/জসিম/এমআই