শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ককটেলসহ জামায়াত নেতা গ্রেফতার

ককটেলসহ জামায়াত নেতা গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ, ১২ জানুয়ারি, এবিনিউজ: চাঁপাইনবাবগঞ্জে ককটেলসহ আবদুল কাদের নামে এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের রাজারামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আবদুল কাদের শহরের উপ-রাজারামপুর এলাকার মো. সাদিকুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মাজহারুল ইসলাম জানান, নাশকতার চারটি মামলার পলাতক আসামি কাদেরকে ধরতে বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে পুলিশের একটি টিম শহরের উপরাজারাপুরে তার বাড়িতে অভিযান চালায়। এসময় চারটি ককটেল ও কিছু জিহাদি বইসহ তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত কাদের স্থানীয় ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক বলে জানান তিনি।

এবিএন/মমিন/জসিম/এমআই

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত