
পাবনা, ১৬ জানুয়ারি, এবিনিউজ : পাবনার সাঁথিয়া উপজেলায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। আজ সোমবার ভোরে সাঁথিয়া উপজেলার হলুদঘর গ্রামে এই বন্দুকযুদ্ধেও ঘটনা ঘটে। পরিচয় জানাতে পারেনি র্যাব।
র্যাবের পাবনা ক্যাম্পের কমান্ডার বীনা রানী দাশ জানান, র্যাব সদস্যরা হলুদঘর গ্রামে অভিযানে গেলে সেতুর পাশে থাকা দুর্বৃত্তরা গুলি করে। র্যাব পাল্টা গুলি করলে দুর্বৃত্তরা পিছু হটে। পরে ঘটনাস্থলে একজনের মরদেহ পাওয়া যায়।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, কয়েক রাউন্ড গুলি ও বেশি কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এবিএন/এসএ/জসিম/সাদিক