শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • ঈশ্বরদীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

ঈশ্বরদীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

ঈশ্বরদীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

ঈশ্বরদী (পাবনা), ২২ জানুয়ারি, এবিনিউজ : ঈশ্বরদীর ঢুলটিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত মাছ ব্যবসায়ী দেবীপুরের আব্দুর রাজ্জাকের একমাত্র পুত্র হাফিজুর রহমান (২৮)। শনিবার রাত সোয়া ৯ টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের ঢুলটির সৌদি প্রবাসী বাচ্চু হাজীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা সূত্রে জানা যায়, হাফিজুর দাশুড়িয়া হাট হতে মাছ বিক্রি করে ফেরার সময় পূর্ব হতে ওঁৎ পেতে থাকা ছিনতাইকারীরা আক্রমন করে টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় ছিনতাইকারীদের সাথে হাফিজুরের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ছিনতাইকারীরা হাফিজুরকে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা হাফিজুরকে উদ্ধার করে ঈশ্বরদী হাসপাতালে নিয়ে যান।

হাসাপাতালের আবাসিক চিকিৎসক ডা: শামীম জানান, ছুরিকাঘাতে হাফিজুরের নারী-ভূড়ি বের হয়ে যায়। হাসাপতালে নিয়ে আসার পর ৩-৪ মিনিটের মধ্যে সে মারা যায়।

এ ব্যাপারে জানতে চাইলে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ জানান, ঘটনা শুনেছি এবং হাসাপাতালে ও ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠাচ্ছি। এলাকাবাসীরা জানান, ওই এলাকায় মাঝে মাঝেই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত