ঢাকা, ২৩ জানুয়ারি, এবিনউজ : বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৬৯ বছর পুনর্মিলনী উপলক্ষে গতকাল রবিবার বাংলাদেশ ছাত্রলীগ নোয়াখালী জেলা শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি।
কর্মী সভায় নোয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি ইবনে ওয়াজিদ ইসলাম ইমন’র সভাপতিত্বে এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক সুজন’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নুরুল করিম জুয়েল, নোয়াখালী জেলা শাখা ছাত্রলীগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম শাহেদ এবং কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক খাদিমুল বাশার জয় ।
বিশেষ অতিথির বক্তব্যে শাহিদুল ইসলাম শাহেদ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ভিশন টুয়েন্টি টুয়েন্টি ওয়ান এবং ভিশন টুয়েন্টি ফোরটি ওয়ান বাস্তবায়নে বাংলাদেশ ছাত্রলীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এজন্য ক্ষুদ্র স্বার্থকে বড় করে না দেখে আগামী নির্বাচনের জন্য ছাত্রলীগকে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠ পর্যায়ে কাজ করারও আহ্বান জানান তিনি।
কর্মী সভায় নোয়াখালী জেলা এবং জেলার বিভিন্ন উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এবিএন/ফরিদুজ্জামান/এফডি