বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • রাজনীতি
  • ‘আমরা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করছি’

‘আমরা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করছি’

‘আমরা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করছি’

ঢাকা, ০৪ মে, এবিনিউজ : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করছি। সবকিছু আমাদের দলের নীতিনির্ধারকরা অবগত আছেন। সময় বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে।’

আজ শুক্রবার সন্ধ্যায় দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত দলের যৌথসভা শেষে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকাল সাড়ে চারটায় গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ যৌথসভা শুরু হয় চলে সন্ধ্যা ৭টা ২০ পর্যন্ত।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের দল বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করছে। আমরা সবকিছু আলোচনা করছি দলীয় ফোরামে।’

ফখরুল বলেন, ‘আজ বিএনপির একটি যৌথসভা হয়েছে। সেখানে সমসাময়িক রাজনীতি, খালেদা জিয়ার অসুস্থতা, আসন্ন দুই সিটির নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও আজকের যৌথসভায় আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েও কিছু আলোচনা হয়েছে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘আজকের সভায় দলের নেতারা আগামী দিনে আমাদের করনীয় দিকগুলো নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন। বিশেষ করে তারা খালেদা জিয়ার অসুস্থতা, তার চিকিৎসার বিষয় ও দুই সিটি নিবাচনের দলের করণীয় বিষয়ে তাঁদের মতামত তুলে ধরেছেন।’

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দলের ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য, যুগ্ম মহাসচিব ও সম্পাদকরা উপস্থিত ছিলেন।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত