বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • রাজনীতি
  • দুর্ঘটনা রোধে পথচারীদেরও সচেতন হতে হবে : শাজাহান খান

দুর্ঘটনা রোধে পথচারীদেরও সচেতন হতে হবে : শাজাহান খান

দুর্ঘটনা রোধে পথচারীদেরও সচেতন হতে হবে : শাজাহান খান

মাদারীপুর, ০৪ মে, এবিনিউজ : নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, কোন দুর্ঘটনা ঘটলে শুধুমাত্র চালকদের দোষী বলা ঠিক নয়। দুর্ঘটনার ক্ষেত্রে যাত্রীদেরও খামখেয়ালীপনা থাকে। কেউ কেউ রাস্তা পার হওয়ার সময় মোবাইলে কথা বলেন, আবার কেউ কেউ জানালার বাহিরে হাত রেখে গাড়িতে যাতায়াত করেন। এ কারণেই অনেক দুর্ঘটনা ঘটে, এসব বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

আজ শুক্রবার দুপুরে মাদারীপুর শিল্পকলা অ্যাকাডেমিতে জেলা শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিরি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিন বছর সাত মাস ক্ষমতায় থাকার পর তাকে হত্যা করা হয়। অথচ, সেই হত্যাকারীদের নিয়ে জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনা করেছেন। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার চক্রান্ত করেছিল। এই পাকিস্তানি প্রেতাত্মাদের নিয়ে যারা দল করেছিল সকলের উচিত তাদের প্রত্যাখান করা।

এসময় উপস্থিত ছিলেন- মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ছগির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত