রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • অপরাধ
  • পাবনায় ‘সন্ত্রাসীদের সঙ্গে’ গোলাগুলিতে ২ পুলিশ আহত

পাবনায় ‘সন্ত্রাসীদের সঙ্গে’ গোলাগুলিতে ২ পুলিশ আহত

পাবনায় ‘সন্ত্রাসীদের সঙ্গে’ গোলাগুলিতে ২ পুলিশ আহত

পাবনা, ২৫ জানুয়ারি, এবিনিউজ : পাবনার আটঘড়িয়া উপজেলায় একটি প্রাইভেটকার ধাওয়া করার সময় গোলাগুলির ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ বুধবার দুপুরের দিকে ডেঙ্গার গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- আটঘড়িয়া থানার এসআই মনির ও এসআই তোফাজ্জল। তোফাজ্জলের চিকিৎসা চলছে পাবনা সদর হাসপাতালে। আর অবস্থা গুরুতর হওয়ায় মনিরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, একদল সন্ত্রাসী অস্ত্র নিয়ে ডেঙ্গার গ্রামের একটি বাজারের দিকে যাচ্ছে খবর পেয়ে পুলিশ ওই প্রাইভেটকারের পিছু নেয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা গাড়ি থেকে গুলি করলে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হন। পরে ওই গাড়ি ফেলে ‘সন্ত্রাসীরা’ পালিয়ে যায় বলে অতিরিক্ত পুলিশ সুপার জানান।

ঘটনাস্থল থেকে প্রাইভেট কারটি জব্দ করার কথা জানালেও সেখানে অস্ত্র পাওয়া গেছে কি না- সে বিষয়ে কোনো তথ্য দেয়নি পুলিশ।

এবিএন/এসএ/জসিম/সাদিক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত