
পাবনা, ২৯ জানুয়ারি, এবিনিউজ : পাবনার আটঘড়িয়ায় পুলিশ হত্যাচেষ্টা মামলায় সন্দেহভাজন এক ব্যক্তি বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। রবিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার দেবোত্তর-একদন্ত আঞ্চলিক সড়কের সূতির বিল এলাকার ছোট ব্রিজের কাছে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।
নিহত শরিফ হোসেনের (২৫) বাড়ি সদর উপজেলার গাছপাড়ায়। তিনি জেলা পুলিশের তালিকাভুক্ত একজন আসামি এবং গত বুধবার আটঘরিয়ার ডেঙ্গারগ্রামে দুই এসআইকে হত্যাচেষ্টা মামলার অন্যতম সন্দেহভাজন।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, গতকাল দিবাগত গভীর রাতে দেবোত্তর ইউনিয়নে একদল সন্ত্রাসী বৈঠক করছিল বলে খবর পাওয়া যায়। এই খবরের ভিত্তিতে অভিযানে যায় পুলিশ। একপর্যায়ে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধ হয়। পরে ঘটনাস্থলে শরিফের লাশ পাওয়া যায়।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন।
এবিএন/এসএ/জসিম/সাদিক