![মাগুরায় ‘বন্দুকযুদ্ধে’ ১৩ মামলার আসামি নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/02/01/magura_60055.jpg)
মাগুরা, ০১ ফেব্রুয়ারি, এবিনিউজ : মাগুরা সদর উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ১৩ মামলার এক আসামি নিহত হয়েছে। আজ বুধবার ভোরে সদর উপজেলার ধলধরা চাঁদপুর গ্রামে পুলিশের সঙ্গে এ বন্দুকযুদ্ধ হয়। নিহত জুবান আলী (৩২) ধলধরা গুচ্ছগ্রামের সোহরাব হোসেনের ছেলে।
জেলার অতিরিক্তি পুলিশ সুপার সুদর্শন রায় আজমল হুদা বলেন, পুলিশ বুধবার ভোরে মাগুরা-বিনোদপুর সড়কে টহল দেয়ার সময় ধলধরা চাঁদপুর গ্রামে দেখতে পায়, রাস্তার পাশের সরিষাক্ষেতে কিছু মানুষ সংঘবদ্ধ হয়ে অবস্থান করছে। পুলিশ ঘটনা তদন্তের জন্য গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে তারা গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থলে কুখ্যাত মাদক বিক্রেতা ও সন্ত্রাসী জুনাবের মৃতদেহ পাওয়া যায়।
এ ঘটনায় ৪ পুলিশ সদস্য আহত হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয় বলে জানান তিনি।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি, ৩টি গুলির খোসা, রাম দা, ছ্যানদাসহ বিভিন্ন দেশি অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।
নিহত জুনাবের নামে মাগুরা সদরসহ বিভিন্ন থানায় মাদক, ধর্ষণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১৩টি মামলা রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
এবিএন/এসএ/জসিম/সাদিক