![বিএনপি ইতিবাচকের পরিবর্তে নেতিবাচক রাজনীতি করে: নাছিম](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/02/11/nasim_61814.jpg)
মাদারীপুর, ১১ ফেব্রুয়ারি, এবিনিউজ : আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি বলেছেন, বিএনপি ইতিবাচক রাজনীতির পরিবর্তে মানুষ হত্যা করে নেতিবাচক রাজনীতি করে। তিনি বলেন, এজন্য তারা নির্বাচন কমিশনের মত একটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে বিতর্কিত করতে চায়, এটাই তাদের কাজ।
বাহাউদ্দিন নাছিম আজ বিকেলে মাদারীপুরের মস্তফাপুরে খৈয়ারভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
জনগনের ভোটের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করতে ভয় পায় উল্লেখ করে নাছিম বলেন, বিএনপি-জামায়াত জঙ্গিবাদকে সাথে নিয়ে দেশকে ধ্বংস করতে চায়। এজন্যই তারা জনগণ থেকে বিচ্ছিন্ন রয়েছে।
তিনি বলেন, বিএনপি শুধু নির্বাচন কমিশনই নয়, বিচার বিভাগ ও পুলিশ বিভাগকেও বিতর্কিত করতে চায়। তারা শুধু ভুল পথের রাজনীতি করায় বাংলাদেশের মানুষ এগুলো মেনে নেয়নি।
আওয়ামী লীগের এ নেতা আরো বলেন, বিএনপি আগামী নির্বাচনে অংশ না নিলে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে রাজনীতি থেকেই হারিয়ে যাবে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা ও দায়রা জজ আদালতের পিপি এমরান লতিফ, শিক্ষক সমিতির সদর উপজেলার সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান ও মস্তফাপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস মল্লিক।
এবিএন/জনি/জসিম/জেডি