![ঈশ্বরদীতে ইয়াবাসহ ব্যবসায়ী আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/02/24/yeaba@abnews_63849.jpg)
ঈশ্বরদী,২৪ ফেব্রুয়ারি, এবিনিউজ: পাবনার ঈশ্বরদীতে এক হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতরাত ভোর সাড়ে চারটার দিকে ঈশ্বরদীর রহিমপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আলম ওরফে লম্বু আলমকে আটক করা হয়। এসময় তার নিকট হতে ওই ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আলমের বাড়ি শহরের ফতেহ মোহাম্মদপুর এলাকায়। আলম মাদক ব্যবসায় দীর্ঘদিন ধরে জড়িত এবং তার বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে। জামিন নিয়ে এসে সে আবারও মাদক ব্যবসায় নেমে পড়ে।
এবিএন/মমিন/জসিম