শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • পাবনায় ক্যাথলিক চার্চের নৈশ প্রহরীকে হামলার ঘটনায় মামলা

পাবনায় ক্যাথলিক চার্চের নৈশ প্রহরীকে হামলার ঘটনায় মামলা

পাবনায় ক্যাথলিক চার্চের নৈশ প্রহরীকে হামলার ঘটনায় মামলা

পাবনা, ১১ মার্চ, এবিনিউজ : জেলার চাটমোহর উপজেলার মুথরাপুর ক্যাথলিক চার্চের নৈশ প্রহরী গিলবার্ট ডি কস্তাকে কুপিয়ে আহত করার ঘটনায় চাটমোহর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আহসান হাবিব জানান, আজ শুক্রবার রাতে মথুরাপুর ক্যাথলিক চার্চের নিরাপত্তা ও শান্তি কমিটির আহবায়ক ননী গার্বিয়েল কস্তা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে মামলাটি দায়ের করেন।

গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে কয়েকজন দুর্বৃত্ত চার্চের প্রাচীর টপকে ভিতরে প্রবেশ করে। এ সময় নৈশ প্রহরী গিলবার্ট ডি কস্তা তাদের বাধা দিতে গেলে তার ওপর হামলা চালিয়ে এলোপাথারী কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনার পর রাতেই অভিযান চালিয়ে হামলার সাথে জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশ।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত