রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • অপরাধ
  • ভাইয়ের লাশ দাফনের চেষ্টায় দুই ভাই আটক

ভাইয়ের লাশ দাফনের চেষ্টায় দুই ভাই আটক

ভাইয়ের লাশ দাফনের চেষ্টায় দুই ভাই আটক

সিলেট, ১১ মার্চ, এবিনিউজ : সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় এক যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তড়িঘড়ি করে লাশ দাফনের চেষ্টা করায় নিহতের দুই ভাইকে আটক করেছে পুলিশ। আজ শনিবার বিকালে ওই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম তারেক আহমদ (২৬)। তিনি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্বভাগ নয়াগ্রামের হারিছ আলীর ছেলে।

পুলিশ জানায়, তারেক আহমদ দীর্ঘদিন থেকে মানসিক ভারসাম্যহীন ছিল। এ নিয়ে অনেক ডাক্তার ও কবিরাজের কাছে গিয়ে চিকিৎসা করানোর পরও তিনি সুস্থ হননি। এলাকাবাসী জানায়, শনিবার তারেকের অস্বাভাবিক মৃত্যুর পর তড়িঘড়ি করে লাশ দাফনের চেষ্টা করে তার পরিবারের লোকজন।

এলাকাবাসীর কাছে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এসময় নিহত তারেক আহমদের ভাই সাদেক আহমদ (৩৫) ও ছালেহ আহমদকে (৩০) আটক করে থানায় নেয়া হয়েছে।

গোলাপগঞ্জ মডেল থানার এসআই আতিক জানান, নিহত তারেকের ঘাড় ভাঙা ছাড়াও বুক গলা হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত